البلد

সূরা আল বালাদ

Surah Al-Balad

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

আমি এই নগরীর শপথ করি

এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

শপথ জনকের ও যা জন্ম দেয়।

নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,

জিহবা ও ওষ্ঠদ্বয় ?

১০

বস্তুতঃ আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি।