(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
যখন পর্বতমালা অপসারিত হবে,
যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
কি অপরাধে তাকে হত্য করা হল?
যখন আমলনামা খোলা হবে,