ফারহানা আফরোজ
উস্তাদ
উস্তাযাহ ফারহানা আফরোজ দীর্ঘ সময় ধরে অনলাইনে তাজউইদ, ক্বায়দা নূরানিয়্যাহ, আরবি ভাষা পড়াচ্ছেন। তিনি ক্বায়দা নূরানিয়্যাহতে ৯৪% নম্বর নিয়ে ইজাজাহ অর্জন করেছেন ফুরক্বন সেন্টার থেকে। এছাড়া তাজউইদ শাস্ত্রে তিনি ইজাজাহ লাভ করেছেন শাইখা মারওয়া এলগিন্ডির কাছ থেকে।