নিম্নের কিছু মাসদারকে ব্যকরণের দিক থেকে اَلْمَفْعُلُ الْمُطْلَقُ হিসেবে ধরা হয়। যেমনঃ
ক- كُلُّ ، بَعْضُ ، أَىُّ ইত্যাদি যখন মাসদারের মুদাফ হয় -
আমি তাকে পুরোপুরিভাবে চিনি |
أَعْرِفُهُ كُلَّ مَعْرِفَةٍ |
শিক্ষক আমাকে অল্পকিছু শাস্তি দিয়েছিলেন |
أَخَذَنِي الْمُدِيْرُ بَعْضَ الْمُؤَاخَذَةِ |
তুমি কী ঘুম ঘুমালে? |
أَىَّ نَوْمٍ تَنَامُ؟ |
খ- তামিজ হিসাবে মাসদারের পূর্বে আগত নাম্বার
বইটি তিনবার মুদ্রিত হয়েছিল |
طُبِعَ الكِتَابُ ثَلَاثَ طَبْعَاتٍ |
তাদেরকে আশিটি চাবুক মার |
فَجْلِدُوْهُمْ ثَمَانِينَ جَلْدَةً |
গ- মাসদারের নাত যেখানে মাসদারকেই তুলে দেয়া হয়েছে
فَهِمْتُ الدَّرْسَ فَهْمًا جَيِّدًا থেকে মাসদার فَهْمًا তুলে দিয়ে فَهِمْتُ الدَّرْسَ جَيِّدًاকরা হয়েছে
|
فَهِمْتُ الدَّرْسَ جَيِّدًا পাঠটি আমি বেশ ভালো বুঝেছি |
ঘ- ইসমুল ইশারা যখন মাসদারের মুবদাল হয়
এখানে هٰذَا হচ্ছে মাফুলুন মুতলাক। |
أَتَسْتَقْبَلُنِي هٰذَا الاِسْتِقْبَالَ؟ তুমি কি আমাকে এরকম অভ্যর্থনা জানালে? |
কোর্স বিষয়বস্তু
-
الفِعْلُ الْمَاضِي অতীত কালের ক্রিয়া
-
লিংগ ও বচনভেদে الفِعْلُ الْمَاضِي এর বিভিন্ন রূপ
-
الفِعْلُ الْمَاضِي এর فَاعِلٌ বা কর্তা
-
না বোধক অতীত
-
অতীত কালের ক্রিয়ার বিভিন্ন ব্যবহার
-
ক্রিয়ার সাথে হারফ জার
-
অনুশীলনী - ১০ (অতীত কালের ক্রিয়া)
-
الْمُضَارِعُ বর্তমান ও ভবিষ্যৎ কালের ক্রিয়া
-
না - বোধক বর্তমান
-
না বোধক ভবিষ্যত
-
বর্তমান কালের ক্রিয়ার বিভিন্ন ব্যবহার
-
لَمَّا ، لَمْ মুদারীকে অতীত অর্থ দেয়
-
একসাথে ক্রিয়ার কাল
-
الْمَصْدَرُ الْمُؤَوَّلُ অসমাপিকা ক্রিয়া
-
অনুশীলনী - ১১ (বর্তমান কালের ক্রিয়া)
-
أَمْرٌ আদেশ
-
نَهْي নিষেধ
-
لَامُ الْاَمْرِ তৃতীয়পুরুষে ও প্রথমপুরুষে আদেশ ও নিষেধ
-
অনুশীলনী - ১২ (আদেশ ও নিষেধ)
-
مَفْعُوْلٌ بِهِ ক্রিয়ার কর্ম
-
مَفْعُوْلٌ فِيْهِ ক্রিয়া সংঘটনের সময়/স্থান
-
مَفْعُوْلٌ لَهُ ক্রিয়া সংঘটিত হওয়ার কারণ
-
مَفْعُوْلٌ مَعَهُ ক্রিয়া সংঘটনের সাথী
-
اَلْمَفْعُولُ الْمُطْلَقُ (সমধাতুজ কর্ম)
-
বিশেষ শ্রেণীর اَلْمَفْعُلُ الْمُطْلَقُ
-
ব্যতিক্রমী মাসদারের اَلْمَفْعُلُ الْمُطْلَقُ
-
অনুশীলনী - ১৩ (ক্রিয়ার কর্ম)
-
الفِعْلُ الصَّحِيْحُ নিরেট ক্রিয়া
-
الفِعْلُ الْمَهْمُوْزُ মাহমুজ ক্রিয়া
-
الفِعْلُ الْمُضَاعَفُ মুদায়াফ ক্রিয়া
-
التَّعْلِيْلُ বর্ণের রুপান্তর
-
الفِعْلُ الْمُعْتَلُّ দুর্বল ক্রিয়া
-
الْفِعلُ الْمِثَالُ মিছাল ক্রিয়া
-
الْفِعلُ الْأَجْوَفُ আজওয়াফ ক্রিয়া
-
الفِعْلُ النَّاقِصُ নাকিস ক্রিয়া
-
الفِعْلُ اللَّفِيْفُ লাফিফ ক্রিয়া
-
অনুশীলনী - ১৪ (নিরেট ক্রিয়া ও দুর্বল ক্রিয়া)
-
الْمَجْهُولُ لِلسَّالِم সালিম ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
-
الْمَجْهُولُ لِلمَهْمُوز মাহমুজ ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
-
الْمَجْهُولُ لِلمُضَعَّف মুদায়াফ ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
-
الْمَجْهُولُ لِلمِثَال মিছাল ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
-
الْمَجْهُولُ لِلأَجْوَف আজওয়াফ ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
-
الْمَجْهُولُ لِلنَّاقِص নাকিস ক্রিয়ার কর্মবাচ্যের রূপ
-
অনুশীলনী - ১৫ (কর্মবাচ্যের ক্রিয়া)
-
الْمُجَرَّدُ এবং الْمَزِيْد
-
ক্রিয়াপদের বিভিন্ন গঠন
-
Form II فَعَّلَ
-
فَعَّلَ গঠনের কিছু তাতপর্য
-
Form III أَفْعَلَ
-
অকর্মক ক্রিয়াকে সকর্মক ক্রিয়ায় রুপান্তর
-
সকর্মক ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়ায় রুপান্তর
-
أَرَى এর ব্যবহার
-
Form IV فَاعَلَ
-
Form V تَفَعَّلَ
-
Form VI تَفَاعَلَ
-
Form VII اِنْفَعَلَ
-
মাফউলুন বিহি যখন ফা’য়িল [কর্ম যখন কর্তা]
-
اِنْفَعَلَ বাবের পূর্বে প্রশ্নসূচক أَ থাকলে হামযাতুল ওয়াসলি উঠে যায়
-
Form VIII اِفْتَعَلَ
-
বাব اِفْتَعَلَ এর ت এর পরিবর্তন
-
Form IX اِفْعَلَّ
-
Form X اِسْتَفْعَلَ
-
الْفِعْلُ الرُّبَاعِيُّ (চার অক্ষর বিশিষ্ট ক্রিয়ামূল)
-
অনুশীলনী - ১৬ (ক্রিয়াপদের বিভিন্ন গঠন)