المرسلات

সূরা আল মুরসালাত

Surah Al-Mursalat

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,

সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,

মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-

ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।

নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।

অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,

যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,

১০

যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং